পৃষ্ঠাসমূহ

Tuesday, May 28, 2013

নিন টাস্কবারের জন্য এক মজার ঘড়ি Free Desktop Clock.


“আসসালামু আলাইকুম”
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন।
freedesktopclock
আপনার কম্পিউটার ল্যাপটপ বা পিসি যাই হোক এর মধ্যে অপারেটিং সিস্টেম এর একটি ঘড়ি থাকে তাই না?কিন্তু সমস্যা হল এই ঘড়ি টা বেশ ছোট আর আমার কথা হল সবাই যা ইউস করে আমি তা ইউস করব কেন আজ থেকে আপনিও তাই বলবেন। আজ আমি আপনাদের একটি অত্যন্ত সুন্দর একটি ঘড়ি দিব আমার মনে হয় সবার পছন্দ হবে।আপনি আগে ডাওনলোড করে নিন তারপর সাধারন নিয়মে ইন্সটল করুন ইন্সটল ফিনিশ করে দিন অর্থাৎ শেষ করুন।এবার আপনার ডেস্কটপ ে যান সেখানে একটি আইকন দেখতে পাবেন (Free Desktop Clock) নামে সেখানে ডাবল ক্লিক

আপনার Windows 7 এর জন্য নিন একটি অসাধারন থিম ।


আল্লাহ্‌ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আমি আপনাদের জন্য কোন টিপস নিয়ে নয় একটি অসাধারন Windown 7 থিম নিয়ে এলাম আমি আশাকরি আপনাদের খুন খুব পছন্দ হবে । থিম টি দেখতে নীচের স্ক্রীন শর্ট দেখুন । আর পছন্দ হলে ডাউনলোড করুন । ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন ।




৯ টি ভালো ভিডিও এডিটিং সফটওয়্যার আপনাদের কাজে আসবে।সব ফাইল ফুল ভার্সন।


বেসি কিছু বলবো না, আমি সবসময় ভালো ভালো সফটওয়্যার ব্যাবহার করি,  তাই আজ আমি আপনাদের Shire  করসি কিছু ফুল ভার্সন ভিডিও এডিটিং সফটওয়্যার।
১। Aimersoft Video Converter Ultimate v5.5.0.3 + CRACK
এই সফটওয়্যার ভিডিও এডিটিং   এর জন্য খুব ভালো আমিও নিজে ব্যাবহার করি, কিছু পিকচার দিলাম,
Image
Image
এক নজরে দেখি কি কি করা যাই এই সফটওয়্যার দিয়ে।
Standard Video: M4V, AVI, MP4, MPG, MPEG, 3GP, 3G2, WMV, ASF, RM, RMVB, DAT, MOV, FLV, MKV, DV, NUT, H.264, NSV, VOB, DVR-MS ,etc.
HD Video: HD AVI (VC-1, MPEG-4), MTS/M2TS/TS/TRP (AVHD H.264, VC-1, MPEG-2 HD), HD WMV (VC-1, WMV HD), HD MKV (H.264), HD MOV (H.264), HD MPG (MPEG-2 HD), HD MP4 (H.264, Xvid), etc.
Audio :M4A, M4B, M4P, M4R, MP3, M4A, MP2, MPA, WMA, AAC, AC3, MKA, OGG, AIFF, RA, RAM, WAV, APE, FLAC, AA, AAX, etc.
DVD DVD disc, ISO files, DVD folder, IFO files
Supported Output Formats

Wednesday, May 1, 2013

Facebook থেকে Pending Friend Request খুজে বের করুন এবং Request Cancel করুন খুব সহজেই।


আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি আজ আমরা শিখবো কিবাবে Facebook থেকে Pending Friend Request বের করতে হয় এবং কি বাবে Pending Request Cancel করা যায়।
প্রথমে এখানে ক্লিক করে ফেসবুক এপ্লিকেশনে প্রবেশ করুন।এপ্লিকেশনটি আপনার একাউন্টের একসেসের অনুমতি চাইবে।
01