পৃষ্ঠাসমূহ

Sunday, March 8, 2015

এবার ফেসবুকের লাইক চুরি করা আপনার কাছে (পানিভাত)

এবার ফেসবুকের লাইক চুরি করা আপনার কাছে (পানিভাত) 



কেমন আছ বন্ধুরা আজকে সবার কাছে একটা চরম হ্যাকিং টিপস নিয়ে আসলাম অবশ্য এটাকে ফেসবুক টিপস বলবে নাকি হ্যাকিং টিপস বলবে বুঝতে পারছিনা…তবে মনে হয় এতকাল ধরে এইটাই খুজতেছিলেন আপনার শখের ফেসবুকের জন্য।
আমি আজকে শেয়ার করবো কীভাবে আনলিমিটেড ফেসবুক লাইক,শেয়ার এবং ফেনপেজের লাইক বাড়াবেন।না আমি আর অন্য সবার মত স্কামিং উপায়ে লাইক বাড়ানোর কথা বলছিনা।আজকে আমি যে টিপস এবং একটা স্ক্রিপ্ট শেয়ার করবো যার দ্বারা আজকে থেকে আপনি ডেইলি নুন্যতম ১৫০০ ফেনপেইজ লাইক,শেয়ার অর্থাৎ যা যা দরকার সবই করতে পারবেন।এমন কি আপনি যদি ফ্রিলান্সার হন এটাই হবে আপনার জন্য আমার সেরা গিফট কারন এইগুলা কখনো আপনাকে কেউ মাগনা দিবে না অন্তত আপনি বাঙ্গালির কাছ থেকে পাবেন না মাগনা।এটা দিয়ে ফাইবার,ওডেস্ক এবং ইলান্সে ১০০% আর্ন করতে পারবেন।

Friday, February 20, 2015

ফ্রী কল করুন দেশে বিদেশে আনলিমিটেড ১ টাকাও লাগবেনা।

সুপ্রিয় বন্ধুরা! কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা আমি আজ যে টিপস টি দেব, তা দিয়ে আপনারা মোবাইল থেকে সম্পূর্ণ ফ্রী তে দেশে এবং বিদেশে কল করতে পারবেন। তারপর আবার আনলিমিটেড!!

১০টি এমন টিপস যা আপনার গুগল সার্চের অভিজ্ঞতা বদলে দিবে


কোন তথ্য খুঁজে পেতে আমরা সবাই গুগলের সাহায্য নিয়ে থাকি। তবে গুগলে কিছু বিশেষ কীওয়ার্ড রয়েছে যা আপনার গুগলে সার্চ দেওয়ার অভিজ্ঞতাই বদলে দেবে।
১. খুব সহজে টাইমার তৈরি করতে পারেন গুগলে।

নতুন মোবাইল ফোনসেট কেনার আগে অবশ্যই জরুরী ২০টি টিপস দেখে নিন

বেশ কিছু অর্থ খরচ করে শখের জিনিসটি কিনতে গেলে নানা দোটানায় পড়তে হয়। এটা ভালো হবে তো, নাকি ওটা? এমন আরো অনেক প্রশ্ন। এ যুগে অতিপ্রিয় মোবাইল ফোনসেট কেনার সময় তো চিন্তার শেষ নেই। তাই আপনাদের মস্তিষ্কের চাপ কিছুটা কমিয়ে দিতে মোবাইল ফোনসেট কেনার ২০টি  টিপস দেওয়া হলো।ফোনসেট কেনার ১৯টি জরুরি টিপস
১. ডিজাইন নিয়ে একটু চিন্তা করুন
স্মার্ট ফোনের ক্ষেত্রে ডিজাইনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার কিছু নেই। এটা একান্ত নিজের রুচির ব্যাপার। বাজারের সব স্মার্ট ফোনের নজরকাড়া ডিজাইন রয়েছে। আবার বিভিন্ন কেস

পুরাতন কম্পিউটারের গতি বৃদ্ধি করুন (Keep First Your Old Computer)




আপনার কম্পিউটারটি বেশ আগের বিধায় এমনিতেই সিস্টেমটি ধীর গতিতে কাজ করে? সমস্যা যাই হোক আজ আপনাদের সাথে শেয়ার করছি কিছু উপায় যার মাধ্যমে আপনি আপনার ধীর গতির কম্পিউটারে কিছুটা হলেও গতি সঞ্চার করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন, শুরু করা যাক।
১। সম্ভব হলে আপনার কম্পিউটারের হার্ডওয়্যার আপগ্রেড করুনঃ অনেক ক্ষেত্রেই দেখা যায় টাকার অভাবে বা ল্যাপটপ ব্যবহারের ফলে হার্ডওয়্যার আপগ্রেড করা সম্ভব হয়না। কিন্তু, আমরা ছোট ছোট কিছু আপগ্রেডের মাধ্যমে আমাদের কম্পিউটারের গতি কিছুটা হলেও বৃদ্ধি করতে পারি। যেমন ধরুন, র‍্যাম। র‍্যাম আপগ্রেড করে বেশ কিছুটা গতি যোগ করা যায় সহজেই। আর আপনি যদি আপনার কম্পিউটারকে যে কোন একটি আপগ্রেডের মাধ্যমে যথাসম্ভব দ্রুত গতির করতে চান তবে হার্ড ডিস্ক বদলে ফেলুন, আপগ্রেড করুন একটি এসএসডি।
কম্পিউটারের গতি বৃদ্ধি করুন
২। হার্ড ডিস্ক ব্যবহার করে থাকলেঃ ধরে নিলাম বর্তমানে আপনার এসএসডি আপগ্রেড করার অর্থ হাতে নেই। সমস্যা নেই, হার্ড ডিস্কের কিছু ট্রিকস ব্যবহার করেও আমরা কিছুটা গতি বৃদ্ধি করতে পারি যদিও সেটা এসএসডি’র মত হবেনা। আমরা যে কাজ গুলো করতে পারিঃ

Saturday, February 7, 2015

How to hack Facebook with phishing page

How to hack Facebook with phishing page


                                                                                                      by:Tushar Khan
                                                         

hacking facebook account
                                                            





As we all want to hack our friend facebook account,and want to read all his personal things.
Today i m gonna teach you how to hack a facebook account with a phishing page.