পৃষ্ঠাসমূহ

Monday, December 30, 2013

আয় করুন ছোট ছোট কাজ করে

আয় করুন ছোট ছোট কাজ করে (Microjob)। নিশ্চিত পেমেন্ট (পর্ব 6 )

আজকে আমরা জানব Clicksia সম্পরখে Clicksia এমন একটি Website যেখান থেকে আমরা Pay To Click এবং Microjob ২টি-ই পাব Clicksia Reliable Site এবং পেমেন্ট খুব ভাল দেয়। এখানে কাজ করতে গিয়ে কিছু কৌশল অবলম্বন করলে খুব ভাল ইনকাম করা যায়। যারা এর আগে Microworkers এ Microjob করে অভ্যস্ত তারা জানেন সেখানে কিছু problem আছে যেমন ছোট কাজ সবসময় থাকে না আবার পেমেন্ট উঠাতে ১০ ডলার হতে হয় কিন্তু Clicksia ১ ডলার হলে ই তা তুলতে পারবেন। এছারা কাজ মুটামুটি থাকে সবসময় আর তার পর য় যদি সমস্যা হ্য় তাহলে Freelancer Zone তো আছেই। Freelancer Zone এর এমন অনেক মেম্বার আছে যারা কাজ করে না বা Microjob করে না শুধু Pay To Click করে বা খুব বেশি কাজ করে না Freelancer Zone তাদের কাছ থেকে কাজ নিয়ে আপনাকে দিয়ে

Wednesday, November 27, 2013

ড্রাইভ ওপেন হচ্ছে না? কি করবেন? সহি সমাধান নিন

ড্রাইভ ওপেন হচ্ছে না? কি করবেন? সহি সমাধান নিন


এমন সমস্যা অনেক সময় চরম বিরক্তির কারন হয়। ভাইরাসের জন্য পিসির ড্রাইভগুলো ডাবল লেফট ক্লিকে ওপেন হয় না । ওপেন করতে গেলেই দেখায় open with । মেজাজটা খিঁচরে যায়। এমন হয় সাধারণত autorun ভাইরাসের জন্য । তাই পিসির c,d,f জাতীয় ড্রাইভগুলো যখনই ওপেন করার চেষ্টা করা হয়- open with আসে । এই সমস্যার সহজ সমাধান কি?

সহজ সমাধান দেখুন :

Thursday, November 21, 2013

How To Hack Nokia 5233/5800/5230 or any S60 device

How To Hack Nokia 5233/5800/5230 or any S60 device ?

This will work with Symbian Belle/Anna/S60v5/S60v3.

Getting “Certificate Error OR Certificate Expired” everytime trying to install softwares and games on symbian smartphones? Than this article is only for you. In this post I(all thanks to maherhackers) will show you easy method to hack your smartphone and install any games or software to your phone. You don’t need PC to do it, You can do it within your mobile.
So, Here’s step by step guide :

WARNING : DO AT YOUR OWN RISK.WE ARE NOT RESPONSIBLE IF YOU DAMAGE YOUR PHONE OR LOSE ANY DATA.

Step 1
First of all you have to download 3 apps to start the process,you don’t need any zip extractor or anything else.
Download 3 apps below one by one to your phone :

Friday, November 15, 2013

অ্যান্ড্রয়েডের কিছু কমন সমস্যা এবং সমাধান

অ্যান্ড্রয়েডের কিছু কমন সমস্যা এবং সমাধান

বর্তমান সময়ের একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। দিন দিন অ্যান্ড্রয়েড ইউজার এর সংখ্যা বেড়েই চলেছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করা অনেক সহজ হলেও মাঝে মধ্যে ইউজাররা কিছু সমস্যায় পড়েন। এরকম কিছু কমন সমস্যা নিয়েই আমার আজকের পোস্ট।

প্যাটার্ন লক সমস্যাঃ
অ্যান্ড্রয়েড এর সবচেয়ে কমন সমস্যাটি হল প্যাটার্ন লক। অনেক অ্যান্ড্রয়েড ইউজার আছেন যারা নিজের ডিভাইস টি সুরক্ষিত রাখার জন্য প্যাটার্ন লক ব্যবহার করে থাকেন। তবে সমস্যাটি তখনই হয় যখন আপনি আপনার প্যাটার্ন লক এর প্যাটার্ন টি ভুলে যান এবং আপনি অথবা অন্য কেউ বার বার আপনার ডিভাইসে কয়েকবার ভুল প্যাটার্ন ইনপুট করে। যাই হোক চলুন দেখি এই সমস্যার সমাধা কি?
প্রথম সমাধানঃ 

Monday, November 11, 2013

নিজেই ফটো এডিট করুন এই ফ্রি ১১টি সফটওয়্যার দিয়ে

নিজেই ফটো এডিট করুন এই ফ্রি ১১টি সফটওয়্যার দিয়ে

বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোর অনেকের দামী ফটো এডিটিং সফটওয়্যারগুলো কেনার সাধ্য থাকেনা। ফলশ্রুতিতে অনেকেই সফটওয়ারের পাইরেটেড কপির সংগ্রহের দিকে ঝুঁকে পড়েন। কিন্তু ফটো এডিটিং এর জন্য অনেক ফ্রি এবং ওপেনসোর্স সফটওয়্যার আছে যেগুলো দিয়ে ছোট-খাট এডিটিং থেকে শুরু করে অনেক বড় মানের এডিটিংও আপনি করতে পারবেন। আজকে সেইরকম ১১ টি ফ্রি সফটওয়্যার এর ঠিকানা জানাব আপনাদের। সবগুলো সফটওয়্যার ডাউনলোড করতে

Sunday, November 10, 2013

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফায়ারফক্স ইন্টিগ্রেশান – IDM Firefox Integration


আইডিএম নিয়ে মানুষের সমস্যার অন্ত নেই। এর প্রধান কারণ হচ্ছে মানুষ সব কিছু রেডিমেড পেতে চায়। দেখুন পড়াশুনা না করে এক্সাম দিতে গেলে যেমন অবস্থা হবে তেমনি আইডিএম নিয়ে এক মিনিট সময় ব্যায় করার ইচ্ছা না থাকলে আইডিএম এ সমস্যা হবেই। আমি লাইফ টাইম প্যাচ নিয়ে এর আগে একটি পোস্ট লিখেছিলাম। তার সাথে আমি টিউটোরিয়ালও দিয়েছি। যাতে আপনাদের কাজ সহজ হয়। তাছাড়া আমার করা টিউটোরিয়াল ও দেয়া প্যাচ দিয়ে প্যাচ করলে আপনি আইডিএম আপডেট করতে পারবেন। তারপরও অনেকের সমস্যার অন্ত নেই। তারপর আমি যেখানেই দেখি আইডিএম নিয়ে হেল্প চাচ্ছে সেখানেই আমি বলা শুরু করি যে টিম ভিউয়ার দিয়ে সেটাপ দিয়ে দিচ্ছি। এর বেশী কিছু আর করা সম্ভব না। যাই হোক আইডিএম নিয়ে যদি কেউ সমস্যায় না পড়তো তাহলে হয়তো আমার পোস্ট লেখার টপিকটাই পাওয়া যেত না। এই দিক দিয়ে এটি একটি সুবিধা ! এবার আসুন দেখে নেই এই পোস্টে আমি আইডিএম এর কি কি সমস্যার সমাধান করবো-

Friday, November 1, 2013

আপনার সম্পূর্ণ হার্ড ডিস্ক হাইড করে চমকে দিন বন্ধুদের।

“পরম করুণাময় আল্লাহ্‌র নামে আরম্ভ করছি”

আপনার সম্পূর্ণ হার্ড ডিস্ক হাইড করে চমকে দিন বন্ধুদের।

 
প্রিয় ভিজিটরবৃন্দ কেমন আছেন সবাই?সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই পোষ্ট টি আরম্ভ করছি।
2013-10-27_235749
আপনারা একটা জিনিষ খেয়াল করলে দেখবেন আপনার হার্ডডিস্কে জটিল বা পছন্দের কিছু থাকলেই বন্ধুদের এটার উপর একটা নজর পড়ে যায় এটা যে করেই হোক নিতেই হবে!আর আমার বন্ধু (বাঁদর)গুলা তো অলটাইম আমায় পচায় আর আমার জিনিষ কে নিজের করে চালিয়ে দেয় অথচ এই জিনিষ গুলো আমি আগে সংগ্রহ করেছিলাম। যাই হোক দোয়া করি আপনার কপালে যেন এমন কেও না জুটে!!এছাড়াও নানান ধরনের ঝামেলায় আপনি পড়তে পারেন এমন ধারণা যদি হয় তাহলে এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন।

Tuesday, October 29, 2013

দেশের কিংবা বিদেশের কোন প্রান্তে বসে চেট করছে সেটা জানতে

হ্যালো বন্ধুরা !! আশা করি সকলেই খুব ভালো আছেন। আমরা সকলেই কম বেশী ফেইসবুকে কিংবা অন্য কোন মেসেনজার ব্যবহার করে চেট করি। মাঝে মাঝে অনেক অজানা বন্ধদের সাথেও চেট হয়। তখন আমাদের কৌতুহল হয় যে অপর প্রান্তের বন্ধুটি দেশের কিংবা বিদেশের কোন প্রান্তে বসে চেট করছে সেটা জানতে। আমরা যদি সেই অপর প্রান্তের বন্ধুদের আই.পি এড্রেসটি জানতে পারি , তাহলে খুব সহজেই তার তাদের লোকেসানটিও আমরা জানতে পারবো। এজন্য যা করতে হবে সেটা হলো ছোট একটি আইপি লগার সাইট তৈরী করতে হবে।তাহলে শুরু করা যাক……….

Sunday, October 13, 2013

আপনার ডেস্কটপের স্ক্রীনে ঘুরে বেড়াক সুন্দর একটি পাখি!!! না দেখলে মিস করবেন।

আপনার ডেস্কটপের স্ক্রীনে ঘুরে বেড়াক সুন্দর একটি পাখি!!! না দেখলে মিস করবেন।


আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে পোষ্ট শুরু করছি।
আপনি ইচ্ছা করলে আপনার পিছি এর জন্য একটি সুন্দর মাছরাঙা পাখি নিয়ে নিতে পারেন।
এটি একটি সফটওয়ার । নাম Desktop Bird KingPhisar।
পাখি টি আপর পিছির সারা স্ক্রীন জুরে ঘুরে বেড়াবে।
আনকমন এই পাখি টি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

আপনার কম্পিউটার এর স্ক্রীন দেখতে পাবেন মোবাইল দিয়ে পৃথিবীর যে কোন জায়গা থেকে

 

বিছমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজ আমি আপনাদেরকে একটি সফটওয়্যার দিব সেটির মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটার এর স্ক্রীন দেখতে পাবেন মোবাইল দিয়ে পৃথিবীর যে কোন জায়গা থেকে ।এমন কি টিম ভিউয়ারের মত আপনার কম্পিউটারের স্ক্রীন আপনার মোবাইলে দেখতে পারবেন এবং যাবতীয় কাজ করতে পারবেন। এর জন্য আপনার যা লাগবে তা হল-

Wednesday, October 2, 2013

যারা চটজলদি ছবির Background পরিবর্তন করে ছবি Edit করতে চান শখের বশে



যারা চটজলদি ছবির  Background পরিবর্তন করে ছবি Edit করতে চান শখের বশে, তাদের জন্য মজার একটি সফট ওয়্যার কথা বলছি,

দুইটা টিপস উইন্ডোজ ৭ এর স্টার্ট মেনুতে রান যোগ আর আরো দ্রত উইন্ডোজ চালু করা


১*উইন্ডোজ ভিসতা ও উইন্ডোজ ৭ এর স্টার্ট মেনুতে রান যোগ করুন
উইন্ডোজ ভিসতা ও উইন্ডোজ ৭ এর স্টার্ট মেনুতে রান অপশনটি নেই কিন্তু অনেক কাজেই রান মেনু ব্যবহার করতে হয় । তাই স্টার্ট মেনুতে রান যোগ করতে চাইলে নিচের নিয়ম অনুসরণ করুন ।
প্রথমে রান ওপেন করুন । রান ওপেন করতে উইন্ডোজ লোগো কী প্রেস করে ধরে রেখে R প্রেস করতে হবে ।

পেনড্রাইভের কিছু সমস্যার সমাধান নিয়ে এই পোস্ট (আপডেটেড ভার্সন)



আসসালামুওয়ালাইকুম সবাইকে,
দীর্ঘদিন ধরে দেখছি অনেকে অনেক সমস্যার কথা উল্লেখ করছে, তবে সবচেয়ে বেশি যে সমস্যাটি মানুষের কাছ থেকে শুনছি, সেটি পেন-ড্রাইভ নিয়ে সমস্যা। এই পোস্টে আমি কিছু উল্লেখযোগ্য সমস্যার সমাধান দিতে চেষ্টা করব। আমার সাথে থাকুন এবং সমস্যা অনুযায়ী সমাধান দিতে চেষ্টা করছি।

ফায়ারফক্সের ডাওনলোড রিজিওম ম্যানেজার

 ইন্টারনেটে কোন ফাইল ডাওনলোড করার সময় পিসি হঠাৎ বন্ধ গেলে পরবর্তীতে ঐ ফাইলটি নতুন করে ডাওনলোড করতে হয়।আবার অনেক সময় ডাওনলোডের গতি কমে যায়।মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা  ’ডাওন দেম অল’ নামের

Tuesday, May 28, 2013

নিন টাস্কবারের জন্য এক মজার ঘড়ি Free Desktop Clock.


“আসসালামু আলাইকুম”
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন।
freedesktopclock
আপনার কম্পিউটার ল্যাপটপ বা পিসি যাই হোক এর মধ্যে অপারেটিং সিস্টেম এর একটি ঘড়ি থাকে তাই না?কিন্তু সমস্যা হল এই ঘড়ি টা বেশ ছোট আর আমার কথা হল সবাই যা ইউস করে আমি তা ইউস করব কেন আজ থেকে আপনিও তাই বলবেন। আজ আমি আপনাদের একটি অত্যন্ত সুন্দর একটি ঘড়ি দিব আমার মনে হয় সবার পছন্দ হবে।আপনি আগে ডাওনলোড করে নিন তারপর সাধারন নিয়মে ইন্সটল করুন ইন্সটল ফিনিশ করে দিন অর্থাৎ শেষ করুন।এবার আপনার ডেস্কটপ ে যান সেখানে একটি আইকন দেখতে পাবেন (Free Desktop Clock) নামে সেখানে ডাবল ক্লিক

আপনার Windows 7 এর জন্য নিন একটি অসাধারন থিম ।


আল্লাহ্‌ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আমি আপনাদের জন্য কোন টিপস নিয়ে নয় একটি অসাধারন Windown 7 থিম নিয়ে এলাম আমি আশাকরি আপনাদের খুন খুব পছন্দ হবে । থিম টি দেখতে নীচের স্ক্রীন শর্ট দেখুন । আর পছন্দ হলে ডাউনলোড করুন । ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন ।




৯ টি ভালো ভিডিও এডিটিং সফটওয়্যার আপনাদের কাজে আসবে।সব ফাইল ফুল ভার্সন।


বেসি কিছু বলবো না, আমি সবসময় ভালো ভালো সফটওয়্যার ব্যাবহার করি,  তাই আজ আমি আপনাদের Shire  করসি কিছু ফুল ভার্সন ভিডিও এডিটিং সফটওয়্যার।
১। Aimersoft Video Converter Ultimate v5.5.0.3 + CRACK
এই সফটওয়্যার ভিডিও এডিটিং   এর জন্য খুব ভালো আমিও নিজে ব্যাবহার করি, কিছু পিকচার দিলাম,
Image
Image
এক নজরে দেখি কি কি করা যাই এই সফটওয়্যার দিয়ে।
Standard Video: M4V, AVI, MP4, MPG, MPEG, 3GP, 3G2, WMV, ASF, RM, RMVB, DAT, MOV, FLV, MKV, DV, NUT, H.264, NSV, VOB, DVR-MS ,etc.
HD Video: HD AVI (VC-1, MPEG-4), MTS/M2TS/TS/TRP (AVHD H.264, VC-1, MPEG-2 HD), HD WMV (VC-1, WMV HD), HD MKV (H.264), HD MOV (H.264), HD MPG (MPEG-2 HD), HD MP4 (H.264, Xvid), etc.
Audio :M4A, M4B, M4P, M4R, MP3, M4A, MP2, MPA, WMA, AAC, AC3, MKA, OGG, AIFF, RA, RAM, WAV, APE, FLAC, AA, AAX, etc.
DVD DVD disc, ISO files, DVD folder, IFO files
Supported Output Formats

Wednesday, May 1, 2013

Facebook থেকে Pending Friend Request খুজে বের করুন এবং Request Cancel করুন খুব সহজেই।


আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি আজ আমরা শিখবো কিবাবে Facebook থেকে Pending Friend Request বের করতে হয় এবং কি বাবে Pending Request Cancel করা যায়।
প্রথমে এখানে ক্লিক করে ফেসবুক এপ্লিকেশনে প্রবেশ করুন।এপ্লিকেশনটি আপনার একাউন্টের একসেসের অনুমতি চাইবে।
01

Thursday, April 18, 2013

Saturday, April 6, 2013


Windows 8 Er jonno kisu Shortcut key.......... Asha kori kaje lagbe....

Useful keys to access Charms in a touchless world

Windows Key + C: Opens Charms Bar
Windows Key + I: Access the settings or control panel for active app
Windows Key + Q: Search your applications
Windows Key + Z: Open the apps bar to see all your installed programs

Tuesday, March 19, 2013

bangladesh-govt_-logo
  “আসসালামু আলাইকুম”
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।

আজ আপনাদের সাথে কিছু ওয়েব সাইট নিয়ে কথা বলব কারন এই ওয়েবসাইট গুলো যেকুন সময় যে কারো দরকার হতে পারে ।এখন  আপনাদের কাছে বাংলাদেশ এর সকল সরকারী ওয়েব সাইট এর লিংক শেয়ার করব। আমরা বিভিন্ন কাজে , বিভিন্ন কিছু করতে ,বিভিন্ন কাগজ পত্র এর মাধ্যমে বিভিন্ন ব্যবসা বা কাজ করার জন্য অনুমোদন প্রয়োজন, বিভিন্ন ইনফর্মেশন, ইত্যাদি কাজ করার জন্য এই ওয়েব সাইট মোটা মোটি সকল তথ্য দেওয়া আছে । না থাকলে এই ওয়েব সাইট এ তাদের সাথে যোগাযোগ করার জন্য বাবস্থা আছে ।আসলে সব  সময় নিজে কোন সমস্যার কারনে সরাসরি না যেতে পারলে এই পদ্ধতিটা আপনার কাজে লাগবে বলেই আমার মনে হয়।আপনারা লিঙ্কে গিয়ে সরাসরি যেতে পারবেন আপনার দরকারি ওয়েবসাইটে। তো চলুন দেখে নিই ওয়েবসাইট গুলো

Sunday, January 27, 2013

My Name is Tushar Khan...

আমি ঢাকায় বসবাস করি। আমি সাধারন একজন মানুষ। আমি একজন ছোট খাট ব্যবসা করি। আমি সবসময় হাসি খুশি থাকার চেষ্ঠা করি। আমার বেশির ভাগ সমই কাটে কম্পিউটার এ। আমি সহজ এবং সাধারন জীবন কাটাতে চাই। শিখতে চেষ্ঠা করি যা পাই চখের সামনে তাই। আর লিখতে পারছি না হাত ব্যাথা করছে। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ....।