পৃষ্ঠাসমূহ

Wednesday, November 27, 2013

ড্রাইভ ওপেন হচ্ছে না? কি করবেন? সহি সমাধান নিন

ড্রাইভ ওপেন হচ্ছে না? কি করবেন? সহি সমাধান নিন


এমন সমস্যা অনেক সময় চরম বিরক্তির কারন হয়। ভাইরাসের জন্য পিসির ড্রাইভগুলো ডাবল লেফট ক্লিকে ওপেন হয় না । ওপেন করতে গেলেই দেখায় open with । মেজাজটা খিঁচরে যায়। এমন হয় সাধারণত autorun ভাইরাসের জন্য । তাই পিসির c,d,f জাতীয় ড্রাইভগুলো যখনই ওপেন করার চেষ্টা করা হয়- open with আসে । এই সমস্যার সহজ সমাধান কি?

সহজ সমাধান দেখুন :


Win key+R চেপে রান কমান্ড উইন্ডো ওপেন করুন-
ক ) Run এ টাইপ করুন cmd ,কমান্ড প্রমোট ওপেন হবে ।
খ ) এবার টাইপ করুন cd\ তার পরে ইন্টার চাপুন । ( কোটেশন দিবেন না ) ।
গ ) এবার ভাইরাস আক্রান্ত ড্রাইভ এর নাম দিন , যদি সি ড্রাইভ হয় তাহলে C: লিখে ইন্টার দিন ।
ঘ ) টাইপ করুন attrib -r -h -s autorun.inf.
ঙ ) টাইপ করুন del autorun.inf.
ব্যস আপনার কাজ শেষ ।  স্বাভাবিকভাবে আপনার সব ড্রাইভগুলো ওপেন করতে পারবেন। ধন্যবাদ।

No comments: