পৃষ্ঠাসমূহ

Sunday, January 12, 2014

ইন্সটল করুন Kitkat 4.4 আপনার Samsung Galaxy S2, S3 এবংS3 Mini তে

ইন্সটল করুন Kitkat 4.4 আপনার Samsung Galaxy S2, S3 এবংS3 Mini তে

Samsung বন্ধুরা কি খবর?? গত পোস্ট এ আমি দেখিয়েছি সনি এর কিছু ডিভাইস এ কিভাবে Kitkat 4.4 install করতে হবে তবে  আজ দেখাচ্ছিSamsung Galaxy S2 , Samsung Galaxy S3,Samsung Galaxy S3 Mini তে কিভাবে আপনি Kitkat 4.4 ইন্সটল করবেন। সুতরাং চলুন দেখে নেই এই নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল…



যেহেতু অফিসিয়াল আপডেট পাচ্ছে না আপাতত এই ডিভাইস গুলোতে সুতরাং আজ আমরা আনঅফিসিয়াল ভাবে ইন্সটল করবো Kitkat 4.4 এই ডিভাইসগুলোতে। তবে ইন্সটল করতে অবশ্যই আপনার ডিভাইস রুট করা লাগবে এবং CWM ইন্সটল করা থাকা লাগবে যদিও TWRP রিকভারি ইন্সটল থাকলেও হবে।
এই টিউটোরিয়াল এ আমি দেখাচ্ছি আনঅফিসিয়াল ইন্সটল মেথড সুতরাং এতে করে আপনার ডিভাইস রুট করা লাগবে এবং ওয়ারেন্টি হারাতে হবে ডিভাইস এর। ইন্সটল মেথড গুলো পরিক্ষিত তবুও ইন্সটল করতে গিয়ে যদি আপনার ডিভাইস এর কোনপ্রকার ক্ষতি,ব্রিক কিংবা কিছু হয় সেটার জন্যে আমি অথবা বিডি ড্রয়েড দায়ী নয়।
ধরে নিলাম সব কিছু কমপ্লিট তাহলে এবার চলুন ইন্সটল মেথড এ আগাই… তবে বলে নেয়া ভালো আপনি নতুন ভার্সন ইন্সটল করতে গেলে আপনার ডিভাইস এর সকল ডাটা হারাতে হবে সুতরাং আপনার ডিভাইস এর ব্যাকআপ নিয়ে নিন। কিভাবে ফুল ব্যাকআপ নিতে হয় নিচের লিংক এ দেখুন…
Perform Full Android BackupInstallation 
এই পদ্ধতিতে আপনি আপডেট করতে পারবেন নিচের মডেল এর ডিভাইস গুলো…
Samsung Galaxy S2 GT-i9100
Samsung Galaxy SGH-i777 (AT&T S2)
Samsung Galaxy S3 International
Samsung Galaxy S3 I9305 LTE
Samsung Galaxy S2 i9100
Samsung Galaxy S3 Mini
আমরা এই মেথড এ CM 11 custom ROM ইন্সটল করবো যার মাধ্যমে Kitkat 4.4 পাবো ডিভাইস এ । সুতরাং আপনাকে প্রয়োজনীয় ফাইল গুলো ডাউনলোড করে নিতে হবে।
CM 11 (kitkat 4.4) For S3 CM11 (kitkat 4.4) for S2 CM11 (kitkat 4.4) for S3 Mini Google Apps Kitkat4.4 for All (only CM ROM)
  • আপনার ডিভাইস এর জন্যে প্রয়োজনীয় ফাইল গুলো উপরের লিংক থেকে ডাউনলোড করে নিন।
  • এবার ডাউনলোড করার পর ফাইল গুলো আপনার এসডি কার্ড এর রুট ফোল্ডার অথবা মেইন ফোল্ডার এ রাখুন
  • এবার ডিভাইসটি অফ করুন।
  • রিকভারি মুড এ প্রবেশ করুন।
  • এবার wipe data factory reset সিলেক্ট করে ফ্যাক্টরি রিসেট দিন।
  • Wipe-Data-ClockworkMod
  • এবার wipe cache partition সিলেক্ট করে পার্টিশন ওয়াইপ করে নিন।
  • Wipe-Cache-ClockworkMod
  • advance মুড এ প্রবেশ করুন এবং wipe dalvick cache সিলেক্ট করে ওয়াইপ করে নিন
  • Wipe-Dalvik-Cache-ClockworkMod
  • উপরের স্টেপ করা শেষ হলে মেইন মিনু তে ফিরে আসুন এবং install zip from SD card সিলেক্ট করুন এবং choose zip from SD card এ দিন
  • Install-zip-from-sdcard-ClockworkMod
  • এবার উপরের ডাউনলোড করা CM11 এর ফাইল টি সিলেক্ট করে দিন এবং ইন্সটল করতে পারমিশন দিন
  • Choose-zip-from-sdcard-ClockworkMod
  • ইন্সটল শেষ হলে একইভাবে উপরের ডাউনলোড করা Google Apps এর ফাইলটি ও ইন্সটল করুন।
  • এবার +++go back+++ সিলেক্ট করুন এবং reboot system now এ দিন
  • Reboot-System-Clockwork
Done মানে ইন্সটল শেষ! এবার ডিভাইস রিবুট হবে এবং আপনি এন্ড্রয়েড  Kitkat 4.4 এ আপগ্রেড হয়ে যাবেন
আপনার যদি আরও হেল্প দরকার হয় তাহলে আমাদের পেইজ অথবা গ্রুপ এ পোস্ট করুন
পেইজ লিংক– https://www.facebook.com/bddroidcom
গ্রুপ লিংক– https://www.facebook.com/groups/bddroid

No comments: