পৃষ্ঠাসমূহ

Friday, October 12, 2012

●|● পুরুষের রূপচর্চার কিছু টিপস ●|●

১) আপনার চোখকে উজ্জ্বল রাখতে...
বেগানানারী থেকে চোখ নামিয়ে নিন,
এতে আপনার চোখ ঝকঝকে ও মন পরিশুদ্ধ থাকবে।


২) আপনার চেহারাকে সুন্দর ও উজ্জ্বল করতে,
কমপক্ষে দিনে পাঁচবার অজু করুন।

৩) নিজেকে আত্মবিশ্বাসী দেখাতে সবসময় আল্লাহকে স্মরণ করুন এবং ন্যায়নিষ্ঠ থাকুন।

৪) পৌরুষদীপ্ত চেহারার জন্য দাঁড়ি বড় করুন, গোঁফ ছেঁটে রাখুন;
নারীসুলভ কমনীয় গাল আপনার জন্য নয়।

৫) একই সাথে মজবুত ও সংবেদনশীল ব্যক্তিত্বের অধিকারী হতে অন্যায়ের প্রতিবাদ করুন, দুর্বলকে সাহায্য করুন।

৬) নির্ভরযোগ্যতা অর্জন করতে সত্য কথা বলুন, কথা দিয়ে কথা রাখুন।

৭) হার্টের সমস্যা এড়াতে, যারা আপনাকে কষ্ট দেয় তাদের ক্ষমা করুন।

৮) সুস্থ দেহের জন্য হালাল ও পরিমিত খাবার খান।

সৃষ্টিকর্তার এই উপদেশগুলো মেনে চললে,
আপনি অন্তরে ও বাইরে সত্যিকারের সুপুরুষ হতে পারবেন ইনশাআল্লাহ।
 
 
 

No comments: