পৃষ্ঠাসমূহ

Thursday, October 11, 2012

বড় সাইজের ভিডিও কে ছোট কর মনের মত

কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজ আপনাদের সামনে আবার হাজির হলাম একটি অন্যরকম Software নিয়ে। এই Softwareটির নাম হল Advanced Video Compressor। নাম দেখেই এর কাজ সম্পর্কে বুঝতে পারছেন যে Advanced Video Compressor দিয়ে কোন ধরনের কাজ করা যায়। এই Softwareটি দিয়ে যে কোন Movieকে 300-350 MB তে আনা যায়। বর্তমানে এর Latest Version হল Advanced Video Compressor 2012। Softwareটির Portable Version নিচের Link থেকে Download করে নিন।

Advanced Video Compressor 2012 Download করতে নিচের Link এ Click করুন।

এখানে দেখুন


1.Download শেষে Compress করা Fileটি Extract করুন। এখন Fileটি থেকে avc.exe মানে Softwareটি Open করুন।
134 বেশি Memory এর Movie কে 300 350 MB তে কমিয়ে ফেলুন Advanced Video Compressor দিয়ে।
2.এখন যে Movie বা File কে Compress করতে চান তা Browse করে দিন। একটি কথা Softwareটি .avi, .mpg, .mpeg4, .wmv, .mov, .3gp এবং .webm Format এর File Convert করতে পারে এবং এর Output Format হল .avi, .mp4, .3gp, .flv। আপনি যদি অন্য কোন Format এর Input দেন তাহলে Output ভাল পাবেন না। এরজন্য দরকার হলে ভাল Qualityতে .avi Format এ Convert করে এরপর Advanced Video Compressor দিয়ে জায়গা কমিয়ে ফেলুন।
213 বেশি Memory এর Movie কে 300 350 MB তে কমিয়ে ফেলুন Advanced Video Compressor দিয়ে।
3.Input শেষ হলে Output Format, Video Size, Video Codec, FPS/Sec, Video Bitrate, Audio Bitrate ইত্যাদি ঠিক করে দিন। যদি Input কৃত File এর Video Size 1280×720, 1920×1080, 1024×768 এই রকমের হয় তাহলে Video Bitrate বাড়িয়ে দিন তা না হলে Output ভাল পাবেন না। অথবা আমার মত Video Size কমিয়ে দিন ছবিতে যেভাবে দেখানো হয়েছে সে ভাবে।
313 বেশি Memory এর Movie কে 300 350 MB তে কমিয়ে ফেলুন Advanced Video Compressor দিয়ে।
4.এখন Compress Button এ Click করুন তাহলে Video Compress শুরু হবে। Compress অবস্থায় দরকার হলে Pause এবং Resume করতে পারবেন। Compress শেষ হলে Source Folder এ যান সেখানে Compress হওয়া Video Fileটি বা Output পাবেন।

No comments: