পৃষ্ঠাসমূহ

Friday, October 12, 2012

পিসির ফোল্ডার ব্যাকগ্রাউন্ড

আশা করি সবাই ভাল আছেন। আপনি পিসির ফোল্ডার ব্যাকগ্রাউন্ড এ আপনার ইচ্ছামত ছবি দিতে পারবেন কোন সফট্‌ওয়্যার ছাড়াই, এজন্য আপনার পছন্দের ছবিটি bmp ফাইল হতে হবে, যদি bmp ফাইল না হয় তবে Format Factory দিয়ে কনভার্ট করে নিন। অতঃপর আপনার পছন্দের ছবিটি copy করে C:Drive>Windows>System32 এ পেস্ট করুন। এখন আপনি যে ফোল্ডারে পছন্দের ছবিটি সেট করতে চান সেই ফোল্ডারের Properties>Customize>Change logo তে গিয়ে Browser এ ক্লিক করে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে দিন এবং ওকে করুন। এবার দেখুন আপনার পছন্দের ছবিটি ফোল্ডারের ব্র্যাকগ্রাউন্ড এ দেখা যাচ্ছে। পোস্টটি পড়ে কেমন লেগেছে তা কমেন্ট করবেন কিন্তু>>> আল্লাহ হাফেজ  !!!

No comments: